তুই যে আমার বুকের ভেতর পাঁজর ভাঙা কাঁপন
অন্ধকারে তুই যে আমার সলতে মাখা আগুন
তুই যে আমার অধীর শ্রাবণ, বর্ষা বারো মাস
তৃষ্ণা ভরা জ্যৈষ্ঠ ডাকে যখন দূরে যাস
তোর মুঠোতে জীবন-যাপন রঙিন যত প্রাণ
ছন্দ তুলে চলতে থাকে ফুল পাখিদের গান
বৃষ্টি এলে বৃক্ষরা গায় মদির বাদল গান
আকাশ বাতাস উথলে ওঠে মিহিসুরের তান
এমন ভরা বর্ষা হলে মেহুল রঙিন চোখে
ভালোবেসে ভালোবাসি তোকে অনিমেষে।
তোর কথাতে প্রশান্তি পাই যতই রৌদ্র হোক
বর্ষা আসে বৃষ্টি ঢালে ডুবিয়ে দেয় বুক
তুই যে আমার সারাবেলা সব ঋতুতেই তুই
চৈত্র ভাদর আষাঢ় শ্রাবণ তুই যে আমার ‘তুই’।
তোরই জন্যে ভাসছে বাদল জারুল বকুল ঘ্রাণে
তোরই জন্যে হাসছে কদম হিজল তমাল প্রাণে।
মন্তব্য