গরম গরম
আর পারি না, আর পারি না
সারাটা দিন ভীষণ গরম,
হাওয়া গরম, খাওয়া গরম
গরম মাথা হয় না নরম।
সূর্য আমার মামা তো নয়
বৃষ্টি তুমি আমার মামা,
তোমার শরীর ঠাণ্ডা ভীষণ
দাওনা আমায় বৃষ্টি জামা।
মামা তুমি ঝরতে পারো
সারাটা দিন, সারাটা রাত
তোমার চাবুক খেলেই সূর্য
মাঝ দুপুরে উল্টে কাত।
ঝরছে আগুন
ঝরছে আগুন
আকাশ থেকে
আমেরা সব
যাচ্ছে পেকে।
রাস্তা গরম
পা পুড়ে যায়
আগুন জিভে
জল চেটে খায়।
যে দিকে চাই
যায় না দৃষ্টি
হাত পেতেছি
আসুক বৃষ্টি।
আসছে গরম
আসছে গরম
আসুক না ভাই
যখন যেটা
তখন সেটাই।
গ্রীষ্ম যদি
হতো বোবা
পাখার বাতাস
জানত কে বা?
রস ভরা আম
পছন্দ বেশ
গরম ছাড়া
থাকত না লেশ।
হা হুতাশে
কাজ কী বলো
গরম নিয়েই
এগিয়ে চলো।
মন্তব্য