প্রয়োজনে
আন্দোলনে
আগুন ঝরা তপ্ত ছড়া
লেখেন বারে বারে কে?
দীপ্ত চলায়
সত্য বলায়
জাদু জানেন মিছিলে টানেন
আরে আরে আরে কে?
মুখোশধারীর গালে থাপড়
ছড়ায় ছড়ায় মারেন কে?
সোনামণির হাতে পাঁপড়
ছড়ায় দিতে পারেন কে?
রাখেন মাঠ জমজমাট
ছড়ার ছক্কা চারে কে?
কাছে ডাকেন আটকে রাখেন
ছড়ার কারাগারে কে?
তিনি আর কেউ না রে ভাই,
হঠাৎ আসা ঢেউ না রে ভাই.
তরতাজা
ছড়ার রাজা
সব্যসাচী রিটন,
তার ছড়াতে
একি সাথে
আছে আদর-পিটন।
মন্তব্য