বর্ষা এলে
বর্ষা এলে খোকা খুকি
দল বেঁধে যায় দূরে
ছন্নছাড়া পাখির মতো
বেড়ায় ঘুরে ঘুরে।
টাপুর টুপুর ছন্দ তুলে
বৃষ্টি পড়ে চালে
বৃষ্টি পড়ে বর্ষাকালে
বৃষ্টি পড়ে খালে।
বৃষ্টি পড়ে উঠানজুড়ে
হাঁটু সমান জল
বৃষ্টি পড়ে ফুল বাগানে
ভেজে ফুলের দল।
বর্ষাকালে বৃষ্টি এলে
ব্যাঙের বসে মেলা
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
যায় যে কেটে বেলা ।
মা যে আমার
মা যে আমার সকাল বিকাল
মা যে আমার রাত
মা যে আমার সত্য বলার
নিত্য আশীর্বাদ।
মা যে আমার কথা বলার
প্রথম দিনের সাথী
মা যে আমার চলার পথে
হাজার তারার বাতি।
মা যে আমার ছড়ার খাতা
মা যে আমার গদ্য
মাকে দেখে লিখতে পারি
হাজার রকম পদ্য।
মা যে আমার আকাশ বাতাস
মা যে আমার শেষ
মা যে আমার স্বপ্নে দেখা
সোনার বাংলাদেশ।
ছন্নছাড়া
ঝক ঝক ঝক ঝক
ঝক ঝক ঝক
খোকা খুকু সারাদিন
করে বক বক।
কিত্ কিত্ কিত্ কিতৃ
কিত্ কিত্ কিত্
ছোট বোন লাবনির
লেগেছে যে শীত।
আয় আয় আয় আয়
আয় আয় আয়
বসে বসে মিলে মিশে
গুড়মুড়ি খাই।
হই হই হই হই
হই হই হই
পড়া লেখা ছেড়ে তোরা
গেলি সব কই।
বন্ধ করো
তোমরা যারা সমাজ নেতা
দেশের কথা বলো
কথা কাজে মিল না রেখে
ভিন্ন পথে চলো।
সমাজ নিয়ে নোংরা খেলা
বন্ধ করো অবহেলা।
তোমার আমার দেশ গড়তে
আপন মনে জ্বলো।