তালগোল
তালও কি গোল হয়
না কি চারকোনা?
তালগোল পাকিয়েছে
রুনা আর মোনা।
রুনা বলে তাল হলো
বেগুনের ভাই,
মোনা বলে তাল দিয়ে
ভর্তা যে খাই।
হাউকাউ চুলোচুলি
দুই জনে মিলে
ভীষণ আওয়াজ ওঠে
চমকায় পিলে।
জ্যাম
রাস্তা ঘাটে জ্যাম
ছুটে না তো ছুটে নারে
ভুলায় বাপের নাম।
যতই পড়েন দোয়া
ছুটে না তো ছুটে নারে
সময় তো যায় খোয়া।
দিন কেটে হয় রাত
পাঁচ ঘণ্টা জ্যামে বন্দি
পেটেতে নাই ভাত।
নগর তিলোত্তমা!
মুক্তি দাও ভয়াল নগর
এবার করো ক্ষমা।
টোকাই
ডাস্টবিনের ময়লা ঘাটায়
দিনটা শুরু যাদের
কিসের জীবন, কিসের মরণ
সুখ দুঃখ তাদের।
বক্তৃতা আর বিবৃতিতে
দেশটা চালায় যারা
ডাস্টবিনের ময়লা ঘাটার
কষ্ট বুঝে তারা?
এখন কিছুই নেই
আমার একটা আকাশ ছিল নীল,
শুভ্রআলো গায়ে মেখে উড়তো শঙ্খ চিল।
আজ আকাশে ধুয়োর উড়ে চলা,
বিষাক্ত গ্যাস, ধূলিকণার কত কথা বলা।
আমার একটা নদী ছিল সত্যি,
তার প্রবাহে গতি ছিল থামতো না একরত্তি।
আজ নদীতে বিশাল বিশাল চর,
উজান দেশের দত্যিগুলি ঘর ভেঙেছে ঘর।
আমার ছিল একটা বিশাল বন,
পাখ-পাখালি দেখে ভালো থাকত আমার মন।
আজ সেখানে ধূ-ধূ প্রান্তর
বন কেটে আজ বানায় সবাই নিজের বাড়ি ঘর।
আমার এখন কিছুই তো নেই দেশে,
দত্যিরা সব কেড়ে নিল হেসে।