বিষ্টি
চুপ-চুপ টুপ-টুপ
ঝুপ-ঝুপ বিষ্টি
ঝর-ঝর সর-সর
আহ কি যে মিষ্টি!
ঝির-ঝির থির-থির
রাত দিন নামছে
বললাম থাম-থাম
এই বুঝি থামছে।
রিম-ঝিম রিম-ঝিম
থামবার নাম নেই
ভেজে ফুল পাখি কুল
পথিকের সামনেই।
বিষ্টিরা ঝরবেই
বর্ষার দিন তাই
ছাতা কিনে নাও আর
পড়বে না চিন্তায়।
নৌকাটা
পাল তুলে দুলে-দুলে
নৌকাটা ভাসলো
নদী কুলে মন খুলে
খোকা খুকি হাসলো।
ভেসে-ভেসে কোন দেশে
নৌকাটা যাচ্ছে
দূর থেকে তাই দেখে
তারা মজা পাচ্ছে।
নৌকাটা চলে গেলো
দূরে কোনো গঞ্জে
দুই জনে ঢেউ গুণে
টিকছে না মন যে।
ঘুড়ি
একটা ঘুড়ি লেজ নাড়িয়ে
যাচ্ছে উড়ে-উড়ে
একটা ঘুড়ি যায় মিলিয়ে
গোলাপি মেঘ ফুড়ে।
একটা ঘুড়ি আসছে নেমে
খোকার সুতোর টানে
একটা ঘুড়ি হেলে-দুলে
মেঘের চিঠি আনে।
একটা ঘুড়ি গোত্তা খেয়ে
আটকে গেলো গাছে
একটা ঘুড়ি কাল ওড়াবো
বাক্সে রাখা আছে।
মন্তব্য