১.
চুপ বললে ছাড়বে গলা
ধর্মঘটে কাজের মেলা
ছুটতে ছুটতে ভাবতে থাকো
শীত করলে বরফ মাখো।
২.
আকাশ পথে হাঁটতে পারো?
গাছের পাতায় নাচতে?
লঙ্কা নাকে হাসতে হবে
আজব দেশে বাঁচতে।
৩.
তিনতালি দিয়ে তিনবার নেচে
বলে ফেলো শুধু: রাম-রাম
ঝড় থেমে গিয়ে ভূত ঘেমে যাবে
হেসে খেলে যাবে পুরীধাম।
৪.
তিনবার কেশে পাঁচবার হেঁচে
যদি চলে যাও চাকদা
কোকিলের গলা কাকের হবে
কাক প্রিয় হয়ে কাকদা।
৫.
মঙ্গলে গিয়ে আনবে মাটি
কথা দিয়ে ফেলে রঘুনাথ
রাস্তা না পেয়ে মঙ্গলবারে
মাটি খোঁড়ে রঘু দিন-রাত ।
৬.
ভূতের ওপর গবেষণা
করবে শ্রীধর পাণ্ডে
শ্মশান ধারে ঘর বানিয়ে
জাগছে প্রতি সানডে।
মন্তব্য