খুকুর ছবি আঁকা
ঐ যে দূরে জল পুকুরে শাপলাকুঁড়ি দিচ্ছে উঁকি
নরম ঘাসে বসে খুকু করছে সে-সব আঁকিবুঁকি
রংতুলিতে নিবিড় মায়া খুকুর হাতে যাদুর ছোঁয়া
দৃশ্য আঁকে, আঁকে নদী, মেঘনা গড়াই করতোয়া
টুনটুনি ছা দোয়েল আঁকে সবুজ পাতার ফাঁকে ফাঁকে
দূর আকাশের মেঘগুলো সব অবাক যেন চেয়ে থাকে
ইচ্ছেমতো সবই আঁকে যা কিছু তার লাগে ভালো
ছবির ভাঁজে দৃশ্যগুলো দেয় ছড়িয়ে রঙিন আলো
আঁকে খুকু রাখাল-বাঁশি উড়াল পাখির নরম ডানা
ছবির পাতায় সূর্য তারা যেন আহা মুক্তোদানা
দূরের পাহাড় গুল্মলতা প্রজাপতির ওড়াউড়ি
দেয় উড়িয়ে খোকার হাতের নীল সাদা ও রাঙা ঘুড়ি
আঁকা শেষে মিষ্টি খুকুর মন হয়ে যায় জলের নদী
সেই নদীতে ভাসতে থাকে পাল তোলা নাও নিরবধি।
নতুন দিনের
কাঠবিড়ালি খাচ্ছে কলা মুরগিছানা গাইছে গান
পালকি টানে বেড়াল মাসী ছাগল বলে আস্তে টান
সিংহমামা কেশর দোলায় বাঘ ও হরিণ পড়ে বই
ময়না বলে করবো গোসল আমার রাঙা গামছা কই?
শালিক চড়ুই জটলা করে জলসা বসায় দোয়েল কাক
মাছরাঙা বক নৃত্য করে সন্তু ঢুলি বাজায় ঢাক
নাচের তালে আন্না পিসি তবলা বাজায় তা ধিন ধিন
এসব দেখে রুমকি, টুনি ছবি আঁকে রং বিহীন
পায়েস রাঁধে বুলবুলি ছা পায়রা ডাকে বাকুমবাক
মৌলি বলে এবার সবাই নতুন দিনের আশায় থাক।
পালকি
পালকি টানে ছয় বেহারা খুকু দেখে অবাক হয়
বুকের ভেতর সুরের দোলা চোখ দুটি তার আবেশময়
ছন্দা মিনি, তিতলি রিতু সবাই শোনে পালকি গান
বউয়ের চোখে ব্যথার কাঁপন অন্তরেতে মায়ার টান
যাচ্ছে বধূ শ্বশুরবাড়ি শূন্য যে তার বুকের চর
পালকি দোলে চোখে ভাসে বাপের বাড়ির আপন ঘর।
পালকি টানে ছয় বেহারা গুনগুনাগুন উঁহুম সুর
গ্রামের পরে গ্রাম পেরিয়ে যাবে আহা কোন সে দূর?
ঘোমটা বধূ লজ্জা রাঙা দৃষ্টিজুড়ে জলের চিক
শিশুবেলার স্বপ্ন আশাবাস্তবে আর রয় না ঠিক
বধূ তাকায় পিছন ফিরে কৈশোরে মন ছুটে যায়
স্মৃতিরগাথা বুকে নিয়েই যায় বধূয়া অচীন গাঁয়
পালকি টানে ছয় বেহারা ফুলকুমারির ভাঙে ঘুম
থামে যখন পালকিটা হায় দিন পেরিয়ে রাত নিঝুম
বউয়ের সাথে সখ্য পাতে মিষ্টি হেসে জোছ্না চাঁদ
চাঁদের আলোয় বউকে দেখে কাটে খুকুর অবসাদ
ঘুমপাড়ানি মাসী পিসী বউকে দেখে চমকে চায়
বউয়ের কথা ভেবে কি কেউ একলা থাকে অপেক্ষায়?
পালকি টানে ছয় বেহারা স্বপ্নে ভাসে চাঁদের দেশ
বউকে দেখে চরকা বুড়ি বলে আহা রূপটি বেশ!
স্মৃতির আলোয় পালকি দোলে কিন্তু কোথায় পালকি হায়?
ছন্দা রিনি, তিতলি রিতু পালকি দেখে কল্পনায়
বাগদীরা সব পাল্টে পেশা করছে এখন অন্য কাজ
খোকা খুকু আর দেখে না পালকি বধূর নিপুণ সাজ
ছয় বেহারা পালকি বধূ রয় চিরকাল অমলিন
স্মৃতির পাতায় এই আমাদের থাকবে চির অমর ঋণ!