ক্রয় ক্ষমতার মধ্যে আছি
বিশ টাকাতে পিঁয়াজ কিনি, ত্রিশ টাকাতে আদা
এমন সস্তায় আর কী পাবো, বলুন দেখি দাদা?
কাঁচা লঙ্কা পানির দামে? দিন তো ব্যাগে ভরে…
সয়াবিনের গ্যালন কিনে ফিরবো তবে ঘরে।
বস্তা ভরে চিনি নেবো, পিঁপড়ে কত খাবে?
পানির দামে মশুরের ডাল আর কি পাওয়া যাবে?
কেজি খানেক গরু নিলে মুরগি মিলে ফ্রি-তে
কোর্মা-পোলাও রাঁধবো এখন খাঁটি গাওয়া ঘি-তে।
ডিমের হালি পঁচিশ টাকা, শসার কেজি কুড়ি
এক টাকাতে খাচ্ছি কিনে গরম গরম পুরি।
কেজি পাঁচেক আলু নেবো একশ টাকার নোটে
এমন সস্তায় সওদাপাতি বাংলাদেশেই জোটে।
বাংলাদেশই জোটে, তবে বাস্তবে নয় তাহা
গতরাতে স্বপ্নে ঘটলো এমন কাণ্ড—আহা!
বাঘ সমাচার
বাঘের সঠিক সংখ্যা নিয়ে চলছে গবেষণা
নানান রকম পদ্ধতিতে ব্যাঘ্র হচ্ছে গোনা।
অমুক বলছে তিনশ’ আছে, ছয়শ’ বলছে তমুক
বাঘ বিশারদ বলছে শোনে, এ সংখ্যাটা কমুক।
প্রিন্ট মিডিয়ায় সংখ্যা নিয়ে তুমুল মাতামাতি
তাদের দাবি, বাঘ মামারা কমছে রাতারাতি।
অবশেষে ফোনে পেলাম বাঘ সমিতির নেতাকে
বিস্তারিত বললো খোলে, কোথায় তাদের কে থাকে।
তারা নাকি ঘর ছেড়ে যায়, রাত্রি যখন পোহায়
অলসগুলো ঘুমায় শুধু সারাটা দিন গুহায়।
আর কিছু যায় হরিণ খেতে, ট্যুরিস্ট পয়েন্ট কটকাতে
ফাজিলগুলো তালে থাকে লোকের ঘাঢ় মটকাতে।
বাউণ্ডুলে বাঘ ট্রাভেল করে পর্যটকের বেশে
হরহামেশা বেড়াতে যায় পার্শ্ববর্তী দেশে।
অপার বাংলার বাঘও আসে, এরা দাওয়াত দিলে
জরুরি সব মিটিং করে উভয় বাংলা মিলে।
আমি বলি—বিদেশ ভ্রমণ? ভিসা পাসপোর্ট ছাড়া?
বাঘ মামা কয়, শুন রে বৎস্য, বলছি তবে দাঁড়া।
তোরা হলি মানব সন্তান, আমরা হলাম বন্য
নিয়ন-নীতির অনুশাসন—এসব তোদের জন্য।
বাদ দে ওসব, বলছি যাহা দু’কান দিয়ে শুনবি
সুন্দরবনকে ধ্বংস করে বাঘের সংখ্যা গুনবি?
কী লাভ হবে এসব করে? আমরা যে এর অংশ
রক্ষা পেলে প্রকৃতি আজ, বাঁচবে বাঘের বংশ।
বাঘের কাছে লজ্জা পেলাম, ইচ্ছে হলো কান্তে
কান ধরেছি, আর চা’বো না বাঘের সংখ্যা জানতে।
মুজিব
মুজিব হলো বটবৃক্ষ
দেশব্যাপী যার ছায়া
উদার আকাশ, শান্ত দিঘি
বুকজুড়ে তার মায়া।
মুজিব হলেন পুব আকাশে
টকটকে লাল রবি
স্বাধীনতার কাব্য লিখে
অমর হওয়া কবি।
মুজিব মানে ঘাসের ডগায়
নরম জলের ফোঁটা
দেশ যদি হয় ফুটন্ত ফুল,
মুজিব ফুলের বোঁটা।
পড়ো ইতিহাস
বলতে পারো ‘মার্চ’ হয়েছে কোন কারণে ধন্য,
বাঙালিরা মুক্তি পেলো কোন ভাষণের জন্য
একটি আঙুল বিশ্ববাসী চিনলো কেমন করে
কেমন করে দুর্গ হলো সবার ঘরে ঘরে
থেকে থেকে বলছিল কী রেসকোর্সের ঘাস
জানতে হলে এসব কথা পড়ো ইতিহাস।