এক.
যদি অন্তর থেকে শুনতে না পান
মানুষ হয়ে মানবিক কোনো গান
তবে আপনি মানুষ না, মানুষের মতো অন্য কিছু,
শেয়াল শকুন হয়তো, নয়তো বনের বন্য কিছু।
তবে চলে যান দূরে ছেড়ে এই লোকালয়,
এখানে থাকতে হলে মানুষ হয়েই থাকতে হয়।।
দুই.
উচ্চবিত্তের জন্য ঋণ নিম্নবিত্তের ত্রাণ
মধ্যবিত্তের জন্য শুধু পাশের বাড়ির ঘ্রাণ।
তিন.
ছিলেন দেবী, হলেন সু চি
হাটতে থাকি, চক্ষু মুছি।
চার.
কত্ত মানুষ! উঃ বাবা!
দেশটারে কি ডুবাবা?
ডোবার কি আর আছে বাকি?
ডুইব্বা গেছে ডুইব্বা!
লোকগুলারে তুইল্লা নিলেন
করোনাতে চুইব্বা?
পাঁচ.
চিল্লাইয়া কন ঠিক কি না
চেতনাহীন মানুষ ভরা এখন চতুর্দিক কি না?
ছয়.
ভোট চেয়েছেন যে দরজায়
সেই দরজায় খাবার দিন,
দু’দিন আগে দিয়েছিলেন?
আজকে তবে আবার দিন।
মন্তব্য