পাখি
খুশির পাখি টিয়া হবে,
গানের পাখি দোয়েল,
স্বপ্ন-পাখি হবে আমার
ফিঙে-কোকিল-কোয়েল।
মনের পাখি ময়না হবে,
শালিক নাচের পাখি,
তাদের দেখে অসীম আলোয়
ভরবে আমার আঁখি।
কোকিল
আমগাছের ঐ মগডালেতে
কোকিল পাখির বাসা,
তার সুমধুর সুরে হাসে
আমার বুকের ভাষা;
মনটা জুড়ায়, প্রাণটা জুড়ায়,
দেহে পুলক জাগে,
আমার কাছে তাইতো কোকিল
সকলকিছুর আগে।
ছড়া
ছড়া লিখতে ভালো লাগে
মনের মাঝে সূর্য জাগে।
তার ছড়ানো মিষ্টি আলো
দূর করে দেয় মনের কালো।
ছড়া লিখে মুক্তো পাই,
ফুলের মেলায় ডুবে যাই।
তাইতো ছড়া প্রাণের ধন,
যাই যে লিখে সারাক্ষণ।
মন্তব্য