ঝক ঝকে রোদ ওঠা এক দুপুরে হাঁস গুলি ভেসে যায় তাল পুকুরে। ক্লান্তিতে পাখিদের নেই কোলাহল বৃক্ষের নিচে বসে দুষ্টের দল। আম জাম কাঁঠালের মৌ মৌ গন্ধে মন তবু নেচে ওঠে আহা, কি যে ছন্দে! কাঠ ফাটা গরমেতে নিশ্চুপ দিক হঠাৎ বৃষ্টি এসে হাসে ফিক ফিক। মন্তব্য শারমিন সুলতানা রীনা