ওলট পালট
আকাশে উড়ছে
গাঁটি!
আলোতে হাসছে
পাটি!
টুপুদি আঁকছে
ওড়া!
বাতাসে দুলছে
ঘোড়া!
পুকুরে ভাসছে
ঘুড়ি!
হাঁসেরা নাড়ছে
কুঁড়ি!
পাহাড়ে ছুটছে
পানা!
মেঘেরা শিখছে
ডানা!
ঠাকুমা বুনছে
বাড়ি!
আমাকে ডাকছে
শাড়ি!
উড়ে যায় ঝাউপাতারা
ও আমার পারুল ভুবন
ও আমার জারুল পাখা
ওড়ালুম বুকের ভিতর
বুনোহাঁস, শ্বেতপতাকা!
ও আমার শালিক, তিতির;
ও আমার আকাশ সোনা
আমি গান ছড়াই পাতায়,
তুমি কি তাও বোঝো না?
ও আমার কাটুম-কুটুম
ও আমার শীতল পাটি
দ্যাখো নীল মোহর আলোয়
নাচে ফের রূপকথাটি!
ও আমার আতাই পাতাই,
ও আমার আতর পাখি!
জুড়ে দাও তারার ভেলায়
বুনো হাঁস আর জোনাকি!
ও আমার আলোর ঝালোর,
ও আমার পালকপাড়া
দ্যাখো ওই পাহাড় চূড়য়
উড়ে যায় ঝাউপাতারা!
বাঘের কথা
বাঘুম বলে শ্রী মুখ ছাগু
করিস না তো ভারী!
এবার তোকে নিয়েই দেব
চাঁদের দেশে পাড়ি!
চাঁদের দেশে আমার আছে
একুশখানা বাড়ি!
তোকেও দেবো দুই একখানা
বাজাস যদি হাঁড়ি!