এসে দাঁড়াও- ইছামতীর তীরে নবীন-কিরণ আচড়ে পড়ে কাশের বনের ভিড়ে। বেতস বনে ডাহুক পাখি নয়ন ছলছল অচেনা এক মাঝি ডেকে বলবে: নিয়ে চল। ক্যেঁয়া কুরুত, ক্যেঁয়া কুরুত উজান বেয়ে চলে দুঃখ-সুখের অনেক কথা কানে কানে বলে। মন্তব্য মাহমুদ নোমান