তাঁরা
জনতার ঘাড়ে চড়ে
সমুদ্র পাড়ি দেন
দুই হাত পাতলেই
বির্মূত হাড়ি দেন।
লুকোচুরি করে তাঁরা
চাপাবাজি মেরে যান
কচি কচি ছেলেদের
মুণ্ডু চিবিয়ে খান।
.
আড্ডা
আড্ডাতে কত কিছু হয় যে
আড্ডার কথা মনে রয় যে।
বন্ধু ও বান্ধবী মিলে মিশে আড্ডা
তেতুলিয়া-টেকনাফ, ডেমরা টু বাড্ডা।
গ্রাম ও শহর সবখানে এটা চলে
ঝালমুড়ি, চানাচুর, চা’র চুলো জ্বলে।
রাস্তার মোড় থেকে ফুটবল মাঠ
চায়নিজ থেকে ওই সদরের ঘাট।
আড্ডা তো চলছেই ঠিক তার মতো
লক্ষ পুরুষ নারী আড্ডায় রত।
আমার আড্ডা এই ম্যাগাজিনটাই
ওটা ছাড়া আমি আর কোত্থাও নাই।
.
এই ঢাকা শহরে
এই ঢাকা শহরে
মিছিলের বহরে
কাঁদানে গ্যাস হয়
নাক চোখ শেষ হয়
পুলিশেরা মৃদু কয়।
জল খুবই ঘোলা হয়
চামড়াও তোলা হয়
আগুনও জ্বালা হয়
কান ঝালা-পালা হয়।
পেট্রোল বোম হয়
মারপিট ধুম হয়
মাঝে মাঝে গুলি হয়
ফুটি ফাটা খুলি হয়।
হামলা টামলা হয়
দিব্যি মামলা হয়
ধরা আর ছাড়া হয়
লোকজন ভাড়া হয়।
কলকাঠি নাড়া হয়
কর্মীকে মারা হয়
লীগ-দল ঝাড়া হয়
মা পুত্র হারা হয়।
এ শহর ঢাকাতে
সাকসেসফুল হবে
প্রাণে বেঁচে থাকাতে।