কবি
ছিল এক কবি
নয়া নয়া ভাব ধরা ছিল তার হবি।
আকাশেতে চোখ মেলে ভাবে মনে মনে,
কেন মেঘ উঁকি দেয় আকাশের কোণে?
কখনো সে ভাবলেশ শূন্যে তাকায়,
কোন কথা বাগে এনে কবিতা বানায়?
আশেপাশে সবে তার ভাব দেখে হাসে
সে তো ভাবে তারে সবে বেশ ভালোবাসে।
মানব জীবন
মানুষ হয়ে জন্ম নেওয়া নয়কো সহজ পাওয়া,
এই পৃথিবীর আলো ছায়া এই পৃথিবীর হাওয়া।
কান পাতলে পাখীর গান, নদীর কলতান,
দিকে দিকে কী আনন্দে মাতে যেনে প্রাণ!
ঘাসের বুকে নাম না জানা কতে যে ফুল ফোটে
কত রঙের প্রজাপতি কত ফড়িং জোটে।
মাথার ওপর ফুল্ল আকাশ হাত বাড়িয়ে ডাকে
রাতের চন্দ্র তারা এসে নিবিড় হয়ে থাকে।
মন্তব্য