হে কিশোরী
উড়ু চুলে বাতাস এসে ঢেউ খেলে যায় দোদুল দুলে
ঝুর ঝুর ঝুর রোদ পড়েছে এক কিশোরীর খোঁপা ফুলে।
ও কিশোরী সর্বনাশী বাঁশবাগানের কঞ্চিগুলো
তোমার প্রেমে কাটছে সাঁতার উড়িয়ে ধুলো উড়িয়ে ধুলো।
চলার ফাঁকে আটকে রাখে চোখের ভেতর ডুব চাহনী
নদীর গতির বিপরীতে
একটি গোলাপ হাতে দিতে হাতে দিতে
ও কিশোরী, বুকের ভেতর বাড়ছে বাড়ুক আগুনখনি।
সাইকেলে মন ঘুড়ি হয়ে ইশকুলে যায় বইয়ের ফাঁকে
কাঁচা হাতের কলমঘোড়া ডাকপ্রহরীর ছবির ডাকে
খাতায় আঁকে ভালোবাসা, ভালোবাসা
হে কিশোরী, সন্ধ্যা নদী, পড়লে না তো মনের ভাষা!
আমার তুমি সর্বনাশা, সর্বনাশা
একদুপুরে খোঁপাখোলা ভালোবাসা, ভালোবাসা…
এই যে আমি
এই যে আমি গাঁয়ে থেকে গাঁয়ে হাঁটি
এই যে আমি পায়ে মাখি ধুলো মাটি
ঘুম এলে দিই বিছানাতে শীতলপাটি
আমি রে ভাই দারুণ ছেলে পরিপাটি
রোজই আমি রৌদ্র মাখাই গায়ে খাঁটি
আমি কি আর রোগের ভয়ে থাকি?
গাছের সাথে আমার মাখামাখি।
তরুলতা আমায় চেনে জানে
কত্ত কথা দেয় সারাদিন কানে!
ঘুড়ির সাথে মন বেঁধে দেই উড়ে
মন উড়ে যায় মধ্য সমুদ্দুরে
উড়ে উড়ে মেঘ মেদুরে চলে কাটাকাটি
মন যে আমার গাঁয়ে গাঁয়ে করে হাঁটাহাঁটি।
আকাশ আমার বন্ধু
আকাশ আমার বন্ধু এবং মেঘমেয়েরাও সাথী
মনের সাথে ভাব-মিলনে নাই কারণ সাংঘাতী।
দূর আকাশের রোদ-সীমানায় পাখির আনাগোনা
উঁকি দিয়ে দেখছি তারই অপরূপ আলপনা।
নদীর বুকে মৃদু বাতাস ঢেউ তুলেছে মাছে
মনের সাথে ভাব মিলিয়ে দুলছে পাতা গাছে।
হঠাৎ হঠাৎ মৃদু হাওয়া বুক পাঁজরে এসে
গুঁতো দিয়ে উসকো চুলের ওপর থাকে ভেসে।
যায় চলে যায় দূর অজানায় সময় থামে না তো
মনের সাথে ভাব-গতিকে নাই থামাবার হাতও!
মনটা খুঁজে আমি
আমি এখন আমার সাথে নাই।
দূর বহুদূর কোথায় গেল মন?
পাহাড়, নদী কৃষ্ণচূড়ার বন
বল না তোরা মনের দিশা পাই?
হাট্টি মাটিম ঘোড়ার পিঠে চাঁদ।
তারার আলোয় যাচ্ছে ভেসে গাঁও
তোমরা যদি মনের দিশা পাও
বললে আমায় বাড়াব দুহাত।
রক্তরাঙা জবা, পলাশ ফুল
মন খুঁজতে চলছে হুলুস্থূল!
বাবাকে মনে পড়ে
হঠাৎ হঠাৎ ইচ্ছা করে কেঁদে ভাসাই বুক
কাঁদার মাঝে আছে নাকি অন্যরকম সুখ!
কিন্তু আমার নেই চোখে জল
হারিয়েছি ইচ্ছা সকল—
বাবার সাথে; বাবা আমার এই পৃথিবীর মুখ।
বাবা আমার দূরের আকাশ মেঘের কোলের রোদ
শীতল ছায়া বটের পাতার অন্যরকম বোধ।
আমার বাবা শিশির কণা
আমার বাবা আকাশমনা
আর কতবার করব বাবা থাকার অনুরোধ?
নরম ঘাসের কচি ডগা মারালে পাই টের
সকাল মানে বাবার মতো স্বচ্ছ আবেগের।
আমার বাবা শীতের কাঁথা
আমার বাবা কচুর পাতা
বাবা আমার চোখের মণি উষ্ণ চাদরের।
অলস দুপুর গাছের ডালে পাখির হঠাৎ ডাক
বাবা আমায় ডাকছে বুঝি আটকে ওমা, বাক!
বাবা আমার নদীর মতো
বাবা আমার ধ্যানে ব্রত
আমার জীবন বাবাঘেরা সবখানে তার দাগ!