অপরাধী
অপরাধী মন নিয়ে আজো চলি
পাইনিতো তাই ক্ষমা
ফিরে এসে দেখি হৃদয় খানি
পথের কাছেই জমা।
হয়তোবা তুমি শূন্য না আজ
পূর্ণতারই মাঝে
বেদনার চাঁদ জ্বলে অবিরাম
সকাল দুপুর সাঁঝে।
অবুঝের মতো বুঝলে না তুমি
শূন্যতার কী জ্বালা
কেন তবে হায় দিয়েছিলে গলে
পলাশ ফুলের মালা?
বিবেকহীনের উপমা দিয়েছ
যাকে, সে নয় হৃদয়হীনা
তাই যদি হতো নিভৃতে কেন যে
বাজে বিষাদের বীণা!
পৃথিবীর এই নিয়মের কাছে
আপসে বন্দি পাখি
গহীণের মাঝে ডুব দিয়ে দেখো
কিছুই ছিল না ফাঁকি।
বন্ধু মানে
বন্ধু মানে নির্ভরতা
বন্ধু মানে সাথী
বন্ধু মানে হাজার কথার
সহস্র দিন রাতি।
বন্ধু মানে খুনসুটি আর
সঙ্গে কিছু ভুল
তাহার জন্য উৎসর্গ এই
মন বাগানের ফুল।
অভিমান
কিযে অভিমান বুকে চেপে তুমি
নিজেকে গিয়েছ ভুলে
নতুন প্রভাত হাতছানি দেয়
দেখনা দুচোখ মেলে।
যে স্মৃতিরা রোজ হৃদয়ের মাঝে
বাড়ায় কেবল জ্বালা
ভুলে যাও তাকে ফিরবে না কভু
বইতে প্রেমের মালা।
তোমার প্রেমের মুল্য না দিয়ে
নীরবে যে গেছে চলে
তাকাবে না সে তো যতই ডাকো তুমি
গলায় রক্ত তুলে।