হৈমন্তী
ছড়িয়ে আছে শিশির কণা
হেমন্তেরই ধানে,
আকাশ বাতাস মুখর হলো
নবান্নেরই গানে!
ব্যস্ত কৃষক উঠবে ফসল
উঠোনজুড়ে খুশি,
ছড়িয়ে সোনা হাসছে কে গো
হেমন্ত উর্বশী!
হেমন্তের গান
ক্ষেতজুড়ে যে ভালোবাসা
কৃষাণ বৌয়ের হাসি
নবান্ন দিন ডাকছে কাছে
আনন্দেতে ভাসি!
হেমন্ত দিন চিন্তা কিসের
রোদ ঝিলমিল ভোর
এমন দিনে থাকিস নে আর
বন্ধ করে দোর!
প্রকৃতি তার সবটা দিয়ে
রাখছে বেঁধে ওরে
ভরছে গোলা গাঁ-গেরামে
কৃষাণ ভায়ের ঘরে!
খুশি র ঢেউ
ও মেয়ে তুই চললি কোথা
কোন সে গাঁয়ের পানে
দুলছে সেথায় সোনার ফসল
হেমন্তেরই গানে!
কাস্তে কোথায়? তৈরি গোলা?
তৈরি তোরা সব?
মাঠের পরে মাঠজুড়ে শোন
ওদের কলরব!
নতুন ফসল উঠবে ঘরে
দুঃখ হবে দূর
আখের ক্ষেতে আখ কেটে কেউ
করবে নলেন গুড়!
পায়েস হবে নবান্নতে
বাদ যাবি না কেউ
হেমন্তটা প্রাণে খুশির
সত্যি তোলে ঢেউ!
মন্তব্য