থামছি কে নামছি কে
প্রতিযোগিতার ধারা দেখে নাচে চামচিকে
দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি
যেভাবেই হোক টাকা পেতে রাজি
—থামছি কে?
দৌড়-ঝাঁপ যত করি, রোদে পুড়ে ঘামছি কে?
দুই ঠ্যাঙ উঁচু করে যাই উঠে
অনেক ওপরে, খেতে লুটেপুটে
—নামছি কে?
বামে গেলে ডানে ভাঙে, ডানে ছেঁড়ে বাম সিকে
কার আগে উঠবে কে বীর বেশে
এই বড় শক্তিকে দেবে এসে
—খামচি কে?
ভাসা আর আশা
যাচ্ছে ভেসে হাতের কলম বাতের মলম
খেলনা টুপি বেলনা কুপি
ঝাঁঝর কুলো হাঁড়ি পাতিল ডালা
যাচ্ছে ভেসে ধামা কাঠা গুড় পাটালি পুরনো খইচালা
—ভাসুক।
যাচ্ছে ভেসে ঘরের চালা খড়ের পালা
কলার ভেলা কাঠের চেলা
লেপ কাঁথা আর তুলোর বালিশ ঘর-গেরস্থি যা আছে সবটুকু
ভাসতে দেখে হাসতে থাকে ছোট্ট মেয়ে খুকু
—হাসুক।
যাচ্ছে ভেসে জীবনখানা ফানা ফানা
গরু বাছুর ছাগল ভেড়া মাছের ডেরা
হাঁস মুরগির খোপের সাথে আমের ডালের মৌচাকে রোজ জমতে থাকা মৌ
হাজার দুঃখ বুকে নিয়েও জড়িয়ে ধরে ভালোবাসে আমার প্রিয় বউ
—বাসুক।
এমন করে ভাসতে ভাসতে
ছোট্ট খুকু হাসতে হাসতে
কিংবা ভালোবাসতে বাসতে
অনেক আশা সম্ভবনার
দিনটি ফিরে আসলে আবার আসুক।
তোমরা জনগণ
আমি হলাম রাজনীতিবিদ
তোমরা জনগণ
এত চেষ্টা করি তবু
পাই তোমাদের মন?
তোমরা জনগণ।
খরায় পোড়া মাটিতে গাছ
লাগিয়ে ফুল ফুটিয়ে ছড়াই ঘ্রাণ
বন্যা এলে জলযানে
ছুটে ছুটে বিলিয়ে বেড়াই ত্রাণ
মৃত্যু-পথ-যাত্রীকে দিই
নতুন করে প্রাণ
তোমাদেরই নিয়ে আমার
ভাবনা সারাক্ষণ
তবু কি আর পাই তোমাদের মন?
তোমরা জনগণ।
রই কখনো ক্ষমতায় আর
কখনো বিপক্ষে
সবই তো এই দেশ-মানুষের
উন্নয়নের লক্ষে
না হয় মাঝে মাঝে একটু
বসি এসি কক্ষে
ছুটে গেলে হাতের নাটাই
ধরতে সেটা বোমা ফাটাই
হরতাল কী মিছিল মিটিং
হালাল আমার জন্য
সব কথা কি ফাঁস করি
মানুষ মেরে লাশ করি
তোমাদেরই ভালোবেসে
ধন্য আমি ধন্য।
তোমাদেরই জন্য আমার
মনটা উচাটন
তবু কি আর পাই তোমাদের মন?
তোমরা জনগণ।
প্রশ্ন ফাঁস
প্রশ্ন ফাঁস! প্রশ্ন ফাঁস!!
সর্বনাশ! সর্বনাশ!!
কে দেখেছে কে শুনেছে
কোত্থেকে যে এমন খবর রটেছে
পত্রিকাতে যা পড়েছি
চ্যানেলগুলোয় যা দেখেছি
আদৌ কি তা ঘটেছে?
ভাবছ সবাই আমি বড় মূর্খ
ঘরে আমার কপাট আছে
শক্ত আছে হুড়কো
যখন খুশি করতে পারি বন্ধ
আমি কি আর অন্ধ?
সাংবাদিকের কারসাজি সব
বুঝতে কারো বাকি নেই
এত বড় পদে আছি
জানোই, কাজে ফাঁকি নেই
কী লাভ বলে মিথ্যে
তোমরা প্রতিদ্বন্দ্বী তো নও
কথায় হবে জিততে।
দেশ মাটি আর মানুষ রাখি
আমার কোমল চিত্তে
বৃথাই কেন আগুন জ্বালো পিত্তে?
প্রশ্ন ফাঁসের প্রশ্ন উঠায়
করতে হলো দু চার জনকে আটক
বললে তবু এটাও ছিল নাটক
আরে বাবা, নাটক কিসের?
তোমরাই তো পোলাপানকে
রাস্তায় দাও নামিয়ে
উস্কিয়ে দাও মাথার ঘিলু ঘামিয়ে
ফের তোমরাই প্রশ্ন করো
হেফাজতে মরলে মানুষ
তদন্তে কী দেখাবে?
আল্লার মাল আল্লা নিলে
কেমন করে ঠেকাবে?
বলছ আবার দু মুখো সাপ
বাপরে বাপ! বাপরে বাপ!!
তোমাদের এই ত্যক্ত কথার জ্বালাতে
প্রশ্ন ফাঁসের দায় নিয়ে হায়
হয় কি শেষে পালাতে?
সংখ্যা নিয়ে শঙ্কা
অর্ধশতের কাছাকাছি
বছর গেল, বেঁচে আছি
আজও একাত্তরের শহিদ
সংখ্যা নিয়ে শঙ্কা!
কারা এমন প্রশ্ন আনে?
পাঠাও তাদের পাকিস্তানে
অথবা দূর লঙ্কা।
লংকা গেলে রাবণ হবে!
ঠেলা কেমন বুঝবে, তবে
পাকিস্তানেও ঠাঁই পাবে না
রাজগৃহিনী কঙ্কা।
যে বিষয়টি মীমাংসিত
তা নিয়ে গাক যত গীতও—
পাবেই নবডঙ্কা।