মাঝে মাঝে মনে হয় আমি খুব একা রাশি রাশি বেদনার পাই শুধু দেখা। মনে হয় কেউ নেই আজ চারপাশে। আকাশেও বেদনারা মেঘ হয়ে ভাসে। সন্ধ্যার মৃদু হাওয়া বয়ে যায় তবু বাতাসে করুণ সুর ভাসে কেন প্রভু? একেকটা সুর শুনি, কাঁদি আনমনে দুঃসহ স্মৃতিগুলো ভাসে ক্ষণেক্ষণে! মন্তব্য ফাহমিদা ইয়াসমিন