অন্য উপায় নাই
না পড়লে
জানবে না তো
কিচ্ছু,
কোনটা বিড়াল
কোনটা যে বাঘ
কিংবা কোনটা
বিচ্ছু।
আনন্দে আজ
ভাসতে হলে,
মনটা খুলে
হাসতে হলে,
জগৎ টাকে
জানতে হলে,
ভাল মন্দ
মানতে হলে-
বই তো পড়া চাই
অন্য উপায় নাই।
বইয়ের জন্য
বইয়ের জন্য
থাকলে ভালোবাসা
মনটা খুলে
যায় যে প্রচুর হাসা।
স্বপ্ন দেখার
দরজাটা যায় খুলে
দুঃখ কষ্ট
সব্বাই যাই ভুলে।
এসো তবে
বইয়ের রাজ্যে ঘুরি
বইমেলাতে
বই যে ভুরি ভুরি।
বই এর মেলা
এলো আবার এই
মম সিঁথি
নাচছে তা ধেই ধেই।
বইয়ের মেলা
স্বপ্ন দেখতে চাইলে তোমায়
পড়তে হবে বই,
স্বপ্ন দেখার জগৎ পেতে
বইয়ের কাছেই রই।
বইই শুধু দিতে পারে
মানুষ হওয়ার পথ
ঐ যে দেখো বইয়ের মেলা
থামাও তোমার রথ।
স্বপ্ন
স্বপ্ন দেখতে চাও?
আজই তবে
বই মেলাতে যাও।
তোমার জন্য
বইয়ের রাজ্য এই তো
পড়তে গেলে
কোনো বাধা নেই তো।
ভালোবাসার
জগৎ মানে বই
তুমি আমি
বইয়ের কাছেই রই।
মন্তব্য