তুমি আমার
তুমি আমার শরৎ রাতের প্রেম
আমি রাধা, তুমি আমার শ্যাম।
পদ্ম দিঘির জলটলমল
আমার বুকে ফুঠলো কমল।
কাশ ফুলেরা সাদাসাদা
বকের রানি যেন রাধা
উড়ছে নদীর কূলে-
আকাশ পারে হাওয়ার খেলা
ভাসছে যেন হাজার ভেলা
মেঘের বাদাম তুলে।
সাদা মেঘ
সাদা মেঘ উড়ে যায় নীল ভরা গগনে
মন আর থাকেনাকো নিজ নিজ ভবনে,
প্রসারিত নীলাকাশ ছুঁতে চায় মনটা
থাকে যদি প্রিয়জন, মধুময় ক্ষণা।
অদ্ভুত সুন্দর সাদা-নীল চাঁদোয়া
শরতের মাঝরাতে হয়ে ওঠে পাখোয়া!
এই রোদ এই মেঘ নেই তবু বৃষ্টি
দোলে গাছ, দোল মন, দোলে সব সৃষ্টি।
এলো শরৎ কাল
অবাক চোখে তাকিয়ে থাকি,
কাশবনেরই দিকে
শরৎ যেন ডাকছে কাছে
মেঘের রানিটিকে-
হালকা হাওয়ায় দুলছে যেন
কোন রূপোসীর চুল
এমন সাদা চুলের ভিড়ে
হারায় নদী কূল,
নদী তো নয়, রূপসী নয়
এলো শরৎ কাল
আমার চোখে রঙ লেগেছে
মনটা টালমাটাল।
মন্তব্য