সবজান্তা
তিনি জানেন সবই জানেন
বাকি নেই রে কিচ্ছু
ধর্ম জানেন, মর্ম জানেন
জানার তিনি বিচ্ছু!
অংক জানেন, ভূগোল জানেন
আইন-কানুনের কিতাব জানেন
চোর পালালে নিতে জানেন
. কুকুর সেজে পিচ্ছু।
. জানার তিনি বিচ্ছু!
মোটর কিংবা ঠেলা গাড়ি
রোদে দেওয়া ভেজা শাড়ি
বড় লোকের দালান বাড়ি
. জানেন তিনি ‘খিচ্ছু’
. জানার তিনি বিচ্ছু!
আস্তে
ওরে তোরা চুপচাপ
সরে যারে আস্তে
রগচটা সার্জেন্ট
ঘুষ চায় হাসতে—
. আস্তে!
ওরে দ্যাখ, ওঠে চাঁদ
আকাশটা ফর্সা
এই রাতে পুলিশের
চোর ধরা ভর্সা!
সার্জেন্ট টাল খায়
তবু চায় নাচতে—
. আস্তে!
ওই শোন্, চিৎকার
কারা পেটে লাথিরে?
পুলিশের কাছে আজ
অসহায় জাতিরে;
তবু লোকে আশা করে
এইভাবে বাঁচতে—
. আস্তে!
মন্তব্য