নিয়ন আলোয় ভরে আছে
এই পৃথিবী ঘিরে,
অবিশ্বাসের সুর বেজেছে
শুনছি ধীরে ধীরে।
বিকেল বেলার শেষ আলোটা
না হয় একটু রেখো,
অহঙ্কার নয়, আকুল-ব্যকুল
ভালোবাসা দেখো।
সিঁদুররাঙা ওই আকাশে
দেখেছি কোন ভুল!
মেঘের ভেলায় হালকা হাওয়ায়
যায় ভেসে কার চুল!
চুল নয়কো, ভুল নয়কো
এ যে গভীর প্রেম
ভর দুপুরে বাজায় বাঁশি
একলা ব্যকুল শ্যাম!
মন্তব্য