সাদা মেঘ উড়ে যায় শরতের আকাশে,
কি যে দোলা দিয়ে যায় দক্ষিণা বাতাসে,
সুনয়না খুব হাসে-ঠোঁট রাখে বাঁকা সে,
কেঁদে দিলে সু-নয়না মুখ লাগে ফ্যাকাশে।
শাদামেঘ শাদাফুল হয়ে ওঠে কানে দুল,
কেউ চায় এই ফুল ছিঁড়ে বাঁধি কালোচুল,
উড়ে যায় দূরে যায় প্রজাপতি মনখান,
শরতের এইক্ষণে ব্যথা হোক অবসান।
শাদা জামা পরে ঘুরি কাশবনে আড়ালে,
আরেকটু ভালো লাগে আরো বেশি হারালে,
সারাদিন খুঁজে খুঁজে ক্লান্তিতে জড়ালে,
তার চেয়ে ভালোলাগে তুমি পাশে দাঁড়ালে।
মন্তব্য