পতাকা
মাথার ওপর যে পতাকা হাওয়ায় উড়ছে আজ
লাল সবুজের মায়াবি মাঠ নিপুণ কারুকাজ
হৃদয় কাড়ে স্বপ্ন-রঙের রকমারি সাজ
পতাকা নয় স্বাধীন জাতির সে তো বিজয়-তাজ।
ওই পতাকা সারাবেলা মুক্ত হাওয়ায় দোলে
বুকের ভেতর রোজ অফুরান সুখের কাঁপন তোলে
নীল আকাশে ভেসে ভেসে দেয় যে শীতল ছায়া
পাখির মতো রঙিন ডানা প্রাণে জাগায় মায়া।
বুকটা জুড়ে সীমাহীন তার সবুজ বরণ হাট
দুচোখ মেলে দেখি শুধু উদার রাজ্যপাট
বৃত্তখানি বীর শহিদের তাজা রক্তে লাল
ওই পতাকা তাই অমলিন রবে চিরকাল।
খোকা বড় কবি
রংতুলি হাতে নিয়ে খোকা রোজ ভাবে
মনকাড়া এতোরং কোথায় সে পাবে!
বৃক্ষটা হেসে হেসে মেলে দিলো পাতা
বনবীথি খুলে তার এলোকেশী খাতা,
বলে হেসে,
‘টিয়েরঙ আজ আমি দিতে পারি ধার
মুঠোভরে নিতে পারো যা তোমার দরকার’।
কাছে এলো আকাশটা নিয়ে ঘন নীল
ডানা থেকে কালো রঙ ঢেলে দিলো চিল,
বসন্ত-পলাশের লালরঙ ঠোঁটে
সূর্যের মুখখানি কী যে ফুটফুটে
সব রঙ নিতে পারো, নাও তুমি লুটে।
নদীতীরে কাশফুল, সাদা সাদা কেশ
তুলো-সাদা মেঘ ওড়ে পাহাড় চূড়ায়,
বৃষ্টির জলরঙে দুচোখ জুড়ায়
এইদেশে এত রঙ কখনো কি ফুরায়!
রকমারি রঙ দিয়ে খোকা আঁকে ছবি
জন্মেই এইদেশে খোকা বড় কবি।
আমার ছড়া
আমার ছড়া রঙে ভরা
ফুল-পাখিদের গান
মাঠের পাশে ছোট্ট নদী
তুলির নিপুণ টান।
আমার ছড়া খোকার পড়া
উঠোনজুড়ে নাচন
একতারাতে মনকাড়া সুর
উদাস বাউল হাছন।
আমার ছড়া ছন্দে গড়া
শব্দ অফুরান
মায়ের ভাষার গীতলধারা
শীতল করে প্রাণ।
আমার ছড়া মিঠে-কড়া
রোদের ঝিকিমিকি
খোলা মাঠের সবুজ খাতায়
যেমন ইচ্ছে লিখি।
শাসন
আম্মুর মানা বাইরে যেতে
আব্বুর মানা খেলা
বুড়ো দাদুর লাঠির ভয়ে
কাটে আমার বেলা।
জানলা দিয়ে আকাশ দেখি
ভীষণ রকম নীল
মুক্তমনে ওড়ছে পাখি
কী অপরুপ মিল,
বাইরে যেতে মস্ত বাধা
দরজায় আঁটা খিল।
টেবিলে বই সারি সারি
কেবল নড়াচড়া
খেলার সময় যায় গড়িয়ে
ভাল্লাগে না পড়া।
চাঁদের মতো হাসবে সবাই
কাস্তে চাঁদটা আস্তে ডেকে
দিয়ে যায় ইশারা
রাত পোহালে ঈদ হবে কাল
দু’চোখ নিদহারা।
শপিংমলে ব্যস্ত সবাই
কেনাকাটার তাড়া
মাঝ রাতেও জেগে থাকে
শহর,গ্রাম আর পাড়া।
কেউ বা কিনে রঙিন জামা
কেউ বা গরু,খাসি
নিঃস্ব যেজন এই সমাজে
তার মুখে নেই হাসি।
হাজার কষ্ট খাচ্ছে কুরে
দুখে বানভাসি।
তাদের পাশে সঙ্গী হয়ে
মুছো দুঃখ, ক্ষত
চাঁদের মতো হাসবে সবাই
এই তো ঈদের ব্রত।
বুলেট থেকে ব্যালট বড়ো
এ কথা আজ মিথ্যে
গোটাকয়েক মেশিন লাগে
নির্বাচনে জিততে।
কিলাররা এই দেশের পিলার
ঘোরে একই বৃত্তে
উন্নয়নে স্লোগান তুলে
মঞ্চ মাতায় নৃত্যে,
ব্যাংক ব্যালেন্স লুটে খেয়ে
মেদ জমেছে পিত্তে।
সৎ, সাধুরা দুর্বিপাকে
বুকের ব্যথায় ডুকরে কাঁদে
সুখ নেই আজ চিত্তে।