টোকাই
রাত পোহালে সাত সকালে
টোকাই চলে পথে,
খায়নি রাতে উপোস প্রাতে
হাঁটছে কোনোমতে।
কামাই করে খাইবে পরে
টোকায় কতো কিছু,
জীর্ন গায়ে নগ্ন পায়ে
ঘুরছে উঁচু-নিচু।
পথের পাশে রোজই থাকে
দুচোখ মেলে খুঁজে,
বস্তা লয়ে কষ্ট সয়ে
পেটের খিদে বুঝে।
রাতেও থাকে পথের বাঁকে
জীবন কাটে দুখে,
টোকাই যত অভাব শত
বিষাদ ভরা বুকে।
মুক্তিযোদ্ধা
পাক হানাদার ঢুকছে গাঁয়ে
মারছে পুরুষ নারী,
ধর্ষিতা বোন অশ্রু ফেলে
করছে আহাজারি।
তখন আমি যুবক ছেলে
যাই পালিয়ে রাতে,
মুক্তিযুদ্ধ করতে আমি
অস্ত্র নিলাম হাতে।
করছি গুলি মারছি সেনা
মুক্তিযোদ্ধা আমি,
আমার কাছে জন্মভূমি
মায়ের মতো দামি।
শত্রু যত মারছি মোরা
বুলেট বোমা মেরে,
মোদের কাছে পাক সেনারা
নয় মাসে যায় হেরে।
তাই বাঙালি স্বাধীন জাতি
মুক্ত হলো স্বদেশ,
লাল সবুজ ঐ পতাকাটি
ওড়ায় বাংলাদেশ।
মন্তব্য