পেঁচা
গোমরামুখো ভূগোল আঁখি
নামে হুতোম পেঁচা।
নাদুস নুদুস মস্ত দেহ
নাকটি বেজায় বোঁচা।
ভূতের মতো ঠোঁট দুটো তার
ব্যাঙের মতো মাথা।
পাখা যেন আমের আঁটি
ঠ্যাং যে শিকের ছাতা।
কাক
কাকের কণ্ঠ কর্কশ খুব
করে শুধু কা কা
তারপরেও কাক ছাড়া এই
শহর যেন ফাঁকা!
সারাটি দিন ঘুরে বেড়ায়
উড়ে উড়ে গাছে।
নোংরা পঁচা খাবার খেয়ে
জীবনটা তার বাঁচে।
কাক নাকি ভাই চালাক অতি
আসলে খুব বোকা।
নইলে কি আর কোকিল তাকে
দেয় সহজে ধোঁকা?
মন্তব্য