সে
বই পেলে আর
চাই না কিছুই
বইয়েই কেবল রুচি
যে কোনো বই
শেষ করে দেয়
না উল্টেই সূচি।
একেকটা বই
শেষ করে মন-
দিচ্ছে আরেক বইয়ে
দিনে দিনে
উঠছে কেবল
জ্ঞানীর জ্ঞানী হয়ে!
কী ভাবছ? না না
ব্যাপার খানা তা না
কাটুর কুটুর কুট
মজার মজার বইগুলোকে
সে ভাবে বিস্কুট।
রোদ বৃষ্টি ঝড়ের ছড়া
মনটা যতই তেঁতো থাকুক
নামলে হঠাৎ বিষ্টি
মন হয়ে যায় মিষ্টি।
মনটা যতই শীতল থাকুক
রোদ নামলে কড়া
মন হয়ে যায় চড়া।
মনটা যতই শান্ত থাকুক
ঝড় ঝাপ্টা এলে
মনটা এলে বেলে।
থাকলে সোনার ঘর
পুড়বে না আর
উড়বে না আর
ভিজবে না আর
জানলা খুলে
যতই দেখ
রোদ বৃষ্টি ঝড়।
রোদ্রের গাড়ি
শিশিরে ভিজছে ফুল লতা পাতা
কিশোর কবির কবিতার খাতা
ভোরের পাখির ঝলমলে ডানা
মৌমাছি আর ফড়িঙের ছানা
রঙিন রঙিন প্রজাপতিগুলো
শিশিরে ভিজছে বাগানের ফুলও
কাকেরা ভিজছে উড়ে উড়ে উড়ে
শিশিরে ভিজছে বুড়িমার কুড়ে
শিশিরের সাথে রোদ মাখামাখি
সেই সব ছবি এঁকে এঁকে রাখি
ছুটে ছুটে চলে রোদ্রের গাড়ি
জানালাটা খুলে শুধু হাত নাড়ি
ভিজতে পারি না আমি ধুত্তরি!