মন
মন ছুটেছে মন ছুটেছে
পদ্মপাতায় জল
একটুখানি ছোঁয়া পেলে
করে টলমল,
একটুখানি বাউরি বাতাস
একটু উছল বাঁশি
পাগলা মনে ছড়ায় আলো
হাসি রাশি রাশি!
মন বাগানে ফুলের মেলা
ভ্রমর কানাকানি
কোন ফুলটি কোথায় গেলো
হয়নি জানাজানি…
দাদুন
কোন পাহাড়ের
অরূপ রতন
কোন আকাশের চাঁদ
বেঁধেছো যে
মায়ার ডোরে
পেতেছো কী ফাঁদ!
মুখটি তোমার
চাঁদের মতোন
রঙিন আভায় রাঙা
দূর আকাশের
তারার মতো
উঠুক জ্বলে ডাঙ্গা!
মনের ভেতর
আছো তুমি
দিদুন সোনা মণি
তোমায় ছেড়ে
একা একা
সজল দিন গুনি!
দাদুনের জন্য
দাদুন আমার চাঁদের কণা
চাঁদের দেশে বাড়ি
চাঁদের আলোয় ফুলের রেণু
পরছে ছাপা শাড়ি
আয় না দাদুন আয় না কাছে
না হয় দেবো আড়ি।
দাদুন আমার মিষ্টি হাসি
মিষ্টি মুখে ঝরে
পাখিরা সব দাদুর সাথে
কলকাকলি করে।
আয় না দাদুন আয় না কাছে
রাখি বুকটি ভরে…
দাদ দাদ দাদ দাদ ডাক দিয়ে
ডাকিস বুঝি সুরে
ঘুমপাড়ানি গান নিয়ে
থাকি আমি দূরে
আয় না দাদুন আয় না কাছে
নাচবি ঘুরে ঘুরে…