অলি
ফুলের গায়ে অলি তুমি
নদীর বুকে জল
মনে কোলাহল
মনের ভেতর অবাক বাড়ি
অবাক তরুতল
চাঁদের মুঠোয় ছল
মুঠোয় মুঠোয় ছড়াও দানা
ভরাও ভূমিতল
কুঁড়ি নিয়ে চল
কুঁড়ির ভেতর জাগি আমি
জাগাই নোনাফল
দেখো পলে পল।
কেন চলে যাও
কেন চলে যাও
ঘুম চোখে বাও
ভাটির নদীর নাও
নদী যায় হেঁটে
চর পড়া তটে
মিছে খেটে খেটে
কেন চলে যাও
ক্লান্ত রোদ গাঁও
নীরবতায় চাও
ঘুম চোরা চোখে
দেখি চুপে চুপে
কেন পুড়ি ধূপে
নীল নীল রঙে
বুকে রাখি সঙ্গে
ঠোঁট জুড়ে ঢঙে।
বাঁকে
জোনাক জ্বলে জোনাক জ্বলে
বন-বাদাড়ে আঁধার রাতে
চোখের পাতা সরব জলে
ফাগুন-বেলা মনে পড়ে।
পাঁজর ফুঁড়ে যে ফুল ফোটে
রঙ-বাহারি আলোক-মলে
জড়িয়ে ধরে ঘুমের ঘোরে
ফলাননে ছোবল মারে
পাথর ঘামে সজল চোখে
ঝর্ণাধারায় ভিজিয়ে সুখে
তৃপ্ত রেখায় বৃত্ত আঁকে
মন-যমুনা প্রবল বাঁকে।
মন্তব্য