তোমরা গড়ো ইতিহাস
ডাকছে পাখি কলস্বরে জাগো সবাই খোল চোখ
ওই যে দেখো ফুলকুঁড়িদের দিচ্ছে পরশ সূর্যালোক
বন-বনানীর সবুজপাতায় বইছে বাতাস ঝিরিঝির
নদীরধারাও ছুটছে জোরে নয়তো তারা ধীরস্থির
বই পড়ো আর স্কুলে যাও শিক্ষাগুরু ডাকছে ওই
জানতে এবং শিখতে হলে পড়তে হবে নানান বই
খোকাখুকু তোমাদেরই থাকলে সবল শরীর মন
তোমরা হবে বিশ্বে সেরা করবে নতুন অন্বেষণ
সবার সাথে ভাব বিনিময় সখ্য নিয়ে চলবে যেই
দেখবে সবই অন্যরকম ভরবে হৃদয় আনন্দেই
স্বপ্নছবি চোখে এঁকে নির্ভাবনায় চলবে পথ
কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে গিয়েই থামবে দেখো স্বর্ণরথ
লেখাপড়া শিখে যখন তোমরা হবে মস্ত কেউ
বুকের ভেতর দেবে দোলা সুখসাগরের সফল ঢেউ
তোমাদেরই মুখটি চেয়ে করছে যারা আশায় বাস
তাদের মনে জ্বালতে আলো তোমরা গড়ো ইতিহাস।
চলছে এমন
একটা সকাল স্নিগ্ধ কোমল, সূর্য আলো জ্বালে
দুষ্টু বাতাস তিল এঁকে দেয় খুকুর রাঙা গালে
শিশ দিয়ে যায় দোয়েল ছানা পাঠশালা যায় রিতু
আলসেমিতে ঘুমোয় সুখে পৌষালি ও জিতু।
ওই যে দূরে মাঝ নদীতে নৌকো ভাসায় মাঝি
তার সাথে কেউ শ্যামলগাঁয়ে হয় কি যেতে রাজি?
হয় কখনো বাদশা ও রাজ, সঙ্গী চাঁদের আলো
ভাটির গানের মিষ্টিসুরে যায় কেটে সব কালো!
একটা বিকেল রেশমি আবেশ মুগ্ধতাময় ছায়া
উৎসবী দিন মনকে রাঙায় হৃদয়জুড়ে মায়া
হেমন্তিকার স্বচ্ছ আকাশ নীল ছড়িয়ে হাসে
প্রতি বছর শরৎ শেষে হেমন্ত দিন আসে।
পুকুরপাড়ে মোহনসুরে কে যে বাজায় বাঁশি
সুর শুনে তার, মনে জাগে স্বপ্ন রাশিরাশি
হৃদয় উতল হয় জয়িতার ইচ্ছে মেলে পাখা
ষড়ঋতুর রূপ দেখে হয় দৃশ্য কত আঁকা।
একটা সময় সুখ অন্বেষণ ভাবনা শত-শত
অতীত স্মৃতি মনে দোলা দেয় যে অবিরত
মউ অতসী টুম্পা অশোক একই সাথে মিলে
মন মিতালির ঝিনুক কুড়োয় স্বপ্নপুকুর ঝিলে
রঙধনু ক্ষণ জাগায় সাড়া সবার হৃদয় বনে
নিত্য নতুন দিন আসে যায় নানান আয়োজনে।
বর্ণালি রঙ সাজে
বইয়ের বোঝা কাঁধে নিয়ে রিংকুমনি ছোটে
ওর কপালে খেলাধুলার সুযোগ কি আর জোটে?
সিলেবাসের হাজার রকম নিয়ম নীতিমালা
কোমলমতি ওদের কাছে যেন কাঁটার জ্বালা।
দিনেরাতে দিব্যি চলে পড়া পড়া খেলা
পড়ার চাপেই যায় হারিয়ে রঙিন শিশুবেলা
নাটাইঘুড়ির আকাশ ওরা খাতায় শুধু আঁকে
ঘুড়িবেলার দিনগুলো হায় নিত্য পিছু ডাকে!
চলছে জীবন ছকে বাঁধা প্রতিযোগীর মতো
ডিজিটালিক মনন মেধা ঘুরছে অবিরত
শিক্ষানীতির ঘূর্ণিপাকে ওদের জগৎ বাঁধা
এ-প্লাসের চিন্তা নিয়েই চোখে লাগে ধাঁধা।
এসব কিছুর ধারক যারা তাদের এখন বলি
পাঠশালা হোক শিশুমনের স্বর্গ কুসুমকলি।
আজকে যারা শিশু তারাই ভবিষ্যতের সেনা
চাই না ওদের মেধার শেয়ার চলুক বেচাকেনা
লক্ষ হাজার রিংকুমনির বইয়ের ভাঁজেভাঁজে
চাই সোনা রঙ স্বপ্ন ঘুমাক বর্ণালি রঙ সাজে।