ফোনটা
ফোনটা ভীষণ ভালো লাগে
ফোনটাঅনেক দামি
যখন তখন ভিডিও গেম
খেলতে পারি আমি।
আব্বু যখন অফিসে যায়
আম্মু যখন রান্না চড়ায়
ভিডিও গেম খেলেই আমার
হাসি-খুশির সময় গড়ায়।
আব্বু আম্মু মাঝে মাঝে
লুকিয়ে রাখে ফোনটা
তখন আমার ভাল্লাগে না
ভেজে চোখের কোণটা।
ব্যাপার আছে তার যে
ফোনটা চলে চার্জে
ফোন একটা জিনিস বটে
চার্জ ফুরালেই বিপদ ঘটে।
আমি এখন অনেক ছোট
উঁচুতে হাত পায় না
চার্জ ফুরালে খুব সহজে
চার্জ তো করা যায় না।
করি কী যে করি কী যে
ভাবতে থাকি নিজে নিজে
টেবিলও নাই চেয়ারও নাই
বইগুলোকেই সিঁড়ি বানাই।
পড়তে আমার ভাল্লাগে না
ভালো লাগে ফোন
পড়তে বসেও ক্যান্ডিক্রাসে
হারিয়ে থাকে মন।
টই টই
টই টই
টই টই
ঘুরাঘুরি
হইচই,
আহা সে
পাখির মতো
দিনগুলো
গেলো কই?
দিনগুলো
মেলা দূর
গেছে বুঝি
বেড়াতে
আজও খুব
মন চায়
সেই দিন
ফেরাতে।
দিনগুলো
রাঙা ঘুড়ি
সুতো কেটে
গেছে তাই
ফিরবে না
ফিরবে না
স্মৃতিতেই
হাতড়াই।
ইয়ো ইয়ো
ইয়ো ইয়ো গান গায়
বাড়ি কই? জাপানি?
সুরের বালায় নাই
বুক ভরা হাঁপানি।
এই গান দেশি নয়
মেলো নয়, হার্টরক
গানের একই কথা
খক খক খক খক।
আহ কী মধুর গান
মিউজিক টান টান!
শরীরে দুলুনি আসে
গানটা যেমন হোক
শুনবেন এই গান
গ্লাসে ঢেলে নিন কোক।
আকাশ থেকে আইসক্রিম পড়ে
আকাশ থেকে আইসক্রিম পড়ে
কুড়িয়ে গ্লাস ভর্তি করি
এ আইসক্রিমের কাটি তো নাই
ক্যামনে খাবো ক্যামনে ধরি।
এসব কুড়িয়ে বাড়লো বিপদ
খাওয়ার আগেই যাচ্ছে গলে
খাওয়া যায় না এই আইসক্রিম
কেমন করে বোঝায় বলে।
আকাশ থেকে আইসক্রিম পড়ে
তবু ভিজে কুড়াতে যাই
পুরো আইসক্রিম খাওয়া না যাক
কুড়িয়ে ভীষণ মজা তো পাই।