ফুল ফুটেছে শহরজুড়ে ॥ চাণক্য বাড়ৈ
ফুল ফুটেছে শহরজুড়ে
ফুল দেখি ওই, ভুল কি?
কিশোরী আর কিশোরেরা
বারুদজ্বলা ফুলকি!
সহপাঠীর রক্ত মেখে
লাল হয়েছে রাস্তা
খুনের বিচার হতেই হবে
জীবন তো নয় সস্তা।
সড়কে দাও নিরাপত্তা
তালবাহানা নয় কোনো
পাপড়ি যেন না ঝরে আর
লক্ষ ফুলের ডাক শোনো।
পুলিশ তোমার ॥ সিকান্দার আল মামুন
পুলিশ তোমার ছেলেটাও রাজপথে
চালাও গুলি মানুষ মারতে যে-ই হাতে।
ঝাঁঝরা করো তোমার ছেলের বুকটাও
বিশ্ব দেখুক পুলিশ বাবার কাজটাও।
কাঁদুক তোমার স্ত্রী আর ভাই-বোনে
তোমার চোখে আসবে না জল টাইফুনে।
তুমি তো আজ অস্ত্র হাতে মুক্ত বাঘ
তোমার গুলির শব্দে নামে ঘূর্ণিপাক।
রাজপথে তাই তোমার শিশু রক্তে লাল
তুমি এখন পুলিশ নামের মহা কাল।
তোমারও তো শিশু আছে বিদ্যালয়ের
তোমার বুকে ব্যথা বাজুক স্বপ্ন ক্ষয়ের।
তোমার চোখে শ্রাবণ ঝরুক আজীবন
অপূর্ণতায় ভরে থাকুক সেই জীবন।
উত্তর দাও ॥ কমল ঠাকুর
রাজপথে সারি সারি কারা ওই দাঁড়িয়ে
ন্যায় আর ভালোবাসা ভরা হাত বাড়িয়ে?
ওরা শিশু, দেবশিশু জাস্টিস-প্রার্থী
পুলিশেরা কেন দাও সেই বুকে লাত্থি?
রাস্তায় কেন তবে চলে শিশুহত্যা
উত্তর দাও আজ রাষ্ট্রের কর্তা।