নতুন বছর নতুন বছর
নতুন বছর এলো কি
পান্তা ইলিশ আদিখ্যেতায়
নতুন বছর পেলো কী!
পায়নি কিছু পাবেও না
হ্যাংলামি তে দিন যাবে
সুতি ভুলে বঙ্গবাসী
বছর নেবে কিংখাবে।
বুটিদারের বাড়বে কদর
ভুলবে আদর জামদানি
স্টার জলসার প্রসাধনী
বাড়বে তাদের আমদানি-
পান্তা ইলিশ লোক দেখানো
লোক দেখানো পাঞ্জাবি
বাসন্তীতে মন রাঙালে
লাগবে মনে মাঞ্জা ভি!
মাঞ্জা ঘুড়ি ওই আকাশে
এই আকাশটা বাঁকাই থাকে
লোক দেখানো আদিখ্যেতায়
নতুন বছর ফাঁকাই থাকে!
মন্তব্য