গাঁয়ের পোলা
টি শার্টে ইন করেন তিনি
কী চমৎকার ফেস, বাহ্!
এই আমাদের মেসবাহ।
গাঁয়ের পোলা ঢাকা আইয়া
নেতারে কন ‘ভাইয়া ভাইয়া’
স্বপ্ন দেখেন চাইয়া চাইয়া
ঠিক চালাবেন দেশ, বাহ্
এই আমাদের মেসবাহ।
শোনেন বেশি বলেন কম
গুইনা গুইনা ফেলেন দম
নেই তো ভুলের লেশ, বাহ্
এই আমাদের মেসবাহ।
খাইলে ধরাও নেই তো ভয়
পার পাবেন ঠিক, হবেই জয়
ধইরা নেতার লেজ, বাহ্
এই আমাদের মেসবাহ।
সরিষার তেল মাখেন মাথায়
চকচকে তার কেশ, বাহ্
সেই আমাদের মেসবাহ।
নজরদারি
একটা মানুষ মায়ের জন্য হাঁটে
বোনের জন্য দাঁড়ায়
ভাইকে ভেবে দাঁত দিয়ে নখ কাটে
ফের দু’টি পা বাড়ায়।
হাঁটতে হাঁটতে আবার ভাবে কী যে
শক্ত করে পেশি
চোখ দু’টি তার হঠাৎ আসে ভিজে
বাঁচবে না বাপ বেশি।
লোকটা হাঁটে পা চলে খুব ধীরে
ফের কখনো জোরে
একলা হাঁটে কখনো ফের ভিড়ে
শহুরে পথ ধরে।
কিন্তু হঠাৎ চঞ্চলা হয় মাটি
আসলো রাজার সেনা
বাঁধলো হাত আর ধুলোয় মাখা পা টি
সন্দজনক কে না?
এই মানুষের সন্দজনক হাঁটা
দুষ্টু নজর তারই
রাজার আদেশ দাও বিছিয়ে কাঁটা
বাড়াও নজরদারি।
সামাজিক
‘ক’-এর বাড়ি ‘খ’ ছুটে যায়
কারণ ‘ক’ ও ‘খ’ সামাজিক
এমনিভাবেই ‘গ’ সামাজিক
‘ঘ’ সামাজিক
বর্গীয় ‘জ’
তালবাদ্য ‘শ’
‘র’ সামাজিক।
এমন দেশে ফেসবুক এসে
বললো হেসে হ’ সামাজিক
অমনি দেখো নেশায় পড়ে
সবাই এখন অসামাজিক।
সেই প্রেম এই প্রেম
ভুল টেলিফোন অচেনা স্বর ‘হ্যালো’
মোচড় দিয়ে বলতো হৃদয় পাখনা দুটো ম্যালো।
হঠাৎ বইয়ের ভেতর চিঠি নীলাভ
লাজুক মনে বাজুক না সুর গোপন করে কী লাভ?
হঠাৎ নুপুর বাজতো রিনিঝিনি
শব্দবাহক হাওয়ার কাছে মনটা হতো ঋণী ।
সেসব প্রেমেই গড়তো মহল তাজ
কিন্তু দেখো ঝলক লাগা ফেবুর যুগে আজ
সকাল-বিকেল রুম ডেটিংয়ে প্রেম
ভিডিও কল চ্যাটিং করেও নড়বড়ে তার ফ্রেম।
আজকে গড়ে দুদিন বাদেই শেষ
খুব সহজে যায় পাওয়া তাই খেয়েই নিরুদ্দেশ।