ধাতব পাখি ধাতব পাখি যাচ্ছো কোথায়; শোনো,
দেখতে তুমি পাখির মতো এক্কেবারে কেন?
কিন্তু পাখি সবুজ প্রিয় আছে তাদের ছানা,
তোমার মতো ধ্বংসলীলায় দেয় না কোথাও হানা।
পাখির গানে খুব সকালে ঘুম ভেঙে যায় সবার,
কিন্তু তোমার স্বরটা কেন আতঙ্কিত হবার।
বিদ্যালয়ও ভাঙো তুমি পোড়াও আবাস-ভূমি,
মা-বাবা আর খেলার সাথীর প্রাণও নিলে তুমি।
কোথায় তোমার পরিচালক বলছি ধমক দিয়ে,
শান্তি পাওয়া যায় না শোনো কারও জীবন নিয়ে।
মন্তব্য