সুখের খোঁজ
পাড়ার শেষে কুঁড়ে ঘরে থাকত বুড়ো-বুড়ি,
একটু সুখের জন্য তাঁরা খাটত পুরোপুরি;
এবার তাঁরা শহর এসে করছে সুখের খোঁজ,
এখন শুধু দুঃখ তাদের দ্বন্দ্ব লাগে রোজ!
তোমরা ভাবো দ্বন্দ্ব কিসের? নেই তো কারণ ভাবার,
যেমন ধরো- জোগাড় করা দুবেলা রোজ খাবার ।
আশা তাদের এই শহরে দেখবে সুখের মুখ,
সঙ্গে তাদের একটু চাওয়া নিরাপত্তা সুখ;
মানুষগুলো মানুষ হবে সুখ নেবে না কেড়ে,
সৎ পথেই চলবে তারা সকল কুপথ ছেড়ে।
সুখটা তাদের পোক্ত হবে যেমন সবার হয়,
এই কথাটা আজকে তারা নগর পিতাকে কয়।
এক কাপ চা
গরম চা’য়ের সুঘ্রাণে আজ
তোমায় খুঁজে পাই,
চা’য়ের কাপটা ঠোঁটে যেমন
তোমায় তেমন চাই।
এক ফু দিয়ে হাতে ধরি
আবার রাখি দূরে,
গরম চা’য়ের সুঘ্রাণ যেমন
আসে আবার ঘুরে।
তেমন করে আসতে তুমি
আসতে যদি ফিরে,
তবে কি আর নিঃসঙ্গতা
রাখত আমায় ঘিরে!
এক ফু দিয়ে হাতে ধরি
আবার চুমো খাই,
এমন করে বারে বারে
ঠিক তোমাকেই চাই।