সুকুমার ছড়া
সুকুমার বড়ুয়া
আর আছে রায়
দুজনের ছড়া পেলে
নুন ছাড়া খায়!
রিটনের ছড়া পেলে
জগলুল হেসে খেলে
আনজির পড়ি
কারো কাছে শ্লেট আর
কারো কাছে খড়ি!
মামুনের ছড়া বেশ ঝুরঝুরে
সুমনের ছড়া বউ ফুরফুরে
রিমনের ছড়া এসে
করে জড়াজাড়ি!
ছড়া লিখতে পারি
লিখতে আমি পারি
ধানের ছড়া
গানের ছড়া
মানের ছড়া
লিখতে আমি পারি
গুণের ছড়া
নুনের ছড়া
খুনের ছড়া
রাষ্ট্র রাখে জারি!
হালের ছড়া
খালের ছড়া
জালের ছড়া
বুনছিলাম
পাটের ছড়া
ঘাটের ছড়া
হাঁটের ছড়া
খুঁজছিলাম
বনের ছড়া
ধনের ছড়া
মনের ছড়া
পড়তে সবাই চায়
খেলার ছড়া
হেলার ছড়া
ভেলার ছড়া
চড়তে হবে তাই!
মন্তব্য