দুই পায়া প্রাণী
বিচারের বাণী চুপিচুপি কাঁদে
টিচারের বাণী ঝুলে থাকে ছাদে
নিয়মের বাণী পড়ে থাকে খাদে
মিশে যায় বাতাসে দুই দিন বাদে।
জনতার বাণী বাণী নয় জানি
জনতা কি মানুষ? দুই পায়া প্রাণী!
সাঁঝে
ওই এলো এলো সাঁঝ
আর নাই নাই কাজ।
খোকা আয় আয় বাড়ি
কাল ভোরে ভোরে পাড়ি
দেব মিঠা মিঠা রস
বই নিয়ে নিয়ে বস্।
যদি চাস চাস যদি
দেব খাঁটি খাঁটি দধি।
দেব থোকা থোকা লিচু
চাই আর আর কিছু?
বড় হবি হবি স্যার
পড় দু’য়ে দু’য়ে চার।
মন্তব্য