মানা যায় না
ব্যাটে ছক্কা চার না থাকা
মাঠে শক্তি সার না থাকা
বিদ্যালয়ে স্যার না থাকা
গায়ে জোর-বল না থাকা
গাছে ফুল-ফল না থাকা
নদীতে মাছ-জল না থাকা
বলেন তো ভাই মানা যায়?
নিজে মানুষ না হলে আর
জোর করে কি বানা’ যায়?
কান্না হাসির হয় না ব্যাকরণ
আমি বলি বৃষ্টি, তুমি বলো রেইন
আমি বলি ব্যথা, তুমি বলো পেইন
আমি বলি মূল, তুমি বলো মেইন
আমি বলি জয়ী, তুমি বলো উইন
আমি বলি রানি, তুমি বলো কুইন
আমি বলি জমজ, তুমি বলো টুইন
ভাষার দেয়াল টপকাতে তাই
কত্ত আয়োজন,
কান্না এবং হাসির শুধু
হয় না ব্যাকরণ।
মন্তব্য