তুমি
হেঁটে যদি যাও তুমি শ্লথ পদক্ষেপে
বিষণ্নতা ছুঁয়ে থাকে পাতায় পাতায়,
তোমার চাহনি ছুড়ে বিদ্যুতের তীর
এ পৃথিবী ডুবে থাকে ঘোর তমসায়।
দীঘল চোখের কোলে যদি জমে জল
বৃষ্টিতে সয়লাব স্থল ও আকাশ,
শাপলার কুঁড়ি সব মুখ বুজে থাকে
অজস্র ব্যথায় নুয়ে থাকে শুভ্র কাশ।
অবগুণ্ঠনে যদি থাকো তুমি স্থির
নদীর প্রবাহে জমে শ্যাওলা জঞ্জাল,
পৃথিবীর চলাচল গতিহীন হয়
অদৃশ্য বন্ধনে বাধা পড়ে মহাকাল।
তোমার জন্য বিকেল সন্ধ্যে রাত
তোমার জন্য অপেক্ষাতে একটা বিকেল যায় কেটে যায়
গলির পরে গলি হাঁটি সন্ধ্যের কাছে বিকেল হারায়।
বুকের ভেতর কষ্ট জমে গেল কোথায় দ্বীপান্বিতা
ড্রয়িং রুমে আঁধার জমে সময় শুধু যায় যে বৃথা।
হঠাৎ করেই আলোর ঝলক বুকের ভেতর ভালো লাগা,
মেঘ জমানো আকাশ ছিড়ে সূর্য রশ্নী হঠাৎ জাগা।
আলো ছড়াও অন্ধকারে ঝলকে ওঠে দাঁতের সারি
অপেক্ষাতে, অভিমানে, কষ্টে ছিলাম প্রিয় নারী।
কথায় কথায় রাত্রি বাড়ে স্মৃতির দুয়ার যায় যে খুলে
তোমার চোখের আলো দেখি বিশ্ব ভুবন যাই যে ভুলে
বিদায় বেলা এগিয়ে আসে বিষণ্নতা যায় ছুঁয়ে যায়
বাষ্প জমে কণ্ঠে তোমার হৃদয় কাঁপে অপূর্ণতায়।
আবার কবে দেখা হবে তা জানিনা দ্বীপান্বিতা
হৃদয় জুড়ে বসত তোমার জানো কি তা প্রিয় মিতা।
হাসনাহেনার জন্য
ঝরলে তুমি ভোরের হাওয়ার সাথে
এমন কথা ছিল না কি বলো?
চাঁদনী রাতে বলতে কত কথা
তখন তোমার দুচোখ ছলোছলো।
তোমার কাছেই ছিলাম সুখে দুখে
সুখের হাসি হাসছি তোমার সাথে
মৃদু সুবাস ছাড়তে হাওয়ার বুকে
কতো কথা জোছনা ভরা রাতে।
এখন আমি কার কাছে যাই বলো
কে আছে আর এমন হৃদয় বালা,
হারিয়ে গেলে আমায় একা ফেলে
ভোরের বাতাস পরায় শোকের মালা।
তোমার কাছে চাওয়া
তোমার কাছেই চেয়েছিলাম
একটু আলোর ছোঁয়া
চেয়েছিলাম একটু আকাশ
স্বপ্ননীলে ধোয়া।
সব কিছু এড়িয়ে গিয়ে
ছড়িয়ে দিলে কালো
ভরিয়ে দিলে কালোর মালায়
চেয়েছিলাম আলো।
বুকের ভেতর অযুত পাখি
ভরায় দুঃখের গানে
তবুও আমি তাকিয়ে আছি
তোমার হাতের পানে।
এই শহরে নেই
ভোরের বাতাস বললো আমায় এই,
সে এখন আর এই শহরে নেই।
কাল সে ছিল বিকেল বেলা
হাওয়ার সাথে করলো খেলা
ঘুম থেকে আজ উঠে হারাই খেই
সে এখন আর এই শহরে নেই।
কাল বিকেলেও দেখেছি সে
ফুল বাগানে দাঁড়িয়ে আছে
কে জানতো কালই দেখা শেষ,
যখন তাকে দেখতে পেতাম
কোথায় যেন হারিয়ে যেতাম।
নেইতো এখন তার সে হাসির রেশ
ভোরের বাতাস বললো এসে এই।
তোমার জন্য
আকাশে আজ চাঁদ দিয়েছি এঁকে
বলতে তুমি চাঁদনী চাই প্রিয়
পাওনা তোমার আরো অনেক জানি
আজকে শুধু এটাই বুঝে নিও।
বৃষ্টি ভেজা কদম চেয়েছিলে
এই শহরে কদম ফুল তো নেই,
গোলাপ যদি ভালোবাসো তুমি
পেয়ে যাবে আমায় জানালেই।
নদী তীরে শুভ্র কাশের মেলা
দেখতে তুমি চেয়েছিলে বুঝি?
অবসরে চলে এসো প্রিয়
দুজন মিলে চেয়ে নেব খুঁজি।