ডুব
রুনুর বাবা গেছ কই?
উজান নদী যাচ্ছে ভেসে
ধরে আনো কৈ!
ডুবের পরে দাও ডুব
খামছে ধরো মাটি
আমের সাথে আঁটি।
লম্বা করে নাও শ্বাস
মেঘলা কেন আকাশ
উছল উছল বাতাস।
আকাশ ভেঙে নামলো ঝড়
ভিজে হলাম সারা
রুনুর বাপের তাড়া!
ঘাই
জলে জলে জল মিশে
পায় না খুঁজে দিশে
কোন জলের কোন রঙ
পাতায় পাতায় এত ঢঙ!
জলের মাঝে হাপুস হুপুস
জলে জলে বেহুঁশ
ঢেউয়ে ঢেউয়ে বেড়াও ভেসে
ঘাই মেরে যাও চুপে এসে
রুই কাতল ইলিশ বোয়াল
কত মাছের চোয়াল
ও সবে যে ভরে না মন
আমার তুমি যেমন!
সুরভী
ফাগুন বাতাস চুপে চুপে
বলে ঘোমটা খুলে
হাতটি দাও দেবো ছুঁয়ে
সুঠাম মাঝির কূলে!
নাও চালাবো নাও ভিড়াবো
উড়বে সুখের পাল
তোমার খাতায় বিভোর আঁকায়
থাকবো চিরকাল!
এই যে তুমি পরাণ ঢেউ
শ্যামের বাঁশির সুর
উথাল-পাথাল সাগর থুয়ে
যাও যে কেন দূর!
বেভুল বেভুল মনটি আমার
উদাস মাধবী
সুদূর পথে চেয়ে কাটে
বর্ষাসুরভী!
মন্তব্য