মায়ের মতো
শরতের স্পর্শ নিয়ে
এসো ধরার মাঝে
ফসল কাটা শেষ হয়েছে
নেইকো চাষি কাজে।
গোলা ভরা ধান আছে তাই
হাতের কাছে আহার
প্রৌঢ় সাজে তোমায় দেখি
নেইকো ফুলের বাহার।
জৌলুস নেই, সাজগোজও নেই
মায়ের মতো তুমি
নবান্নতেই চিনতে পারি
আমার জন্মভূমি।
চিহ্ন
গরম দিয়ে গ্রীষ্মকে
বৃষ্টি দিয়ে বর্ষাকে
তেমন তোমার চিহ্ন কোথায়?
ডাকবো তোমায় এক ডাকে।
হিম ঝরলে বুঝতে পারি
এবার তুমি আসছ
গোলায় ভরা চাষীর খুশি
সোনার ধানে হাসছ।
নবান্নতেও তোমায় জানি
জানি শূন্য ক্ষেতে
ধূসর রঙে আঁকছ ছবি
হিমের আসন পেতে।
হেমন্ত
চাষীর গোলায় সোনার ধান
এলো খুশির দিন তো
হেমন্ত।
হিম বোঝে না চললে পরে
গলায় ব্যথা করবে তো
হেমন্ত।
শূন্য ক্ষেত আর ঝরা পাতা
কার ছবি বলুন তো?
হেমন্ত।
মন্তব্য