টং ঘরেতে রিয়া বসায়
মাটির চুলায় রান্না
লাকড়িভেজা তাই তো তাহার
চোখে আসে কান্না।
মুরগি ডাকে টঙের নিচে
শূকর ছানা ছয়টা
চন্দ্রমতি জানতে যে চায়
তখন বাজে কয়টা?
টিলায় টিলায় টঙের বাহার
বসন্তেরই রঙে
চন্দ্রমতি তাকায় কেমন
নায়িকারই ঢঙে।
টাক্কাল হাতে দিচ্ছে বেড়া
চন্দ্রমতির স্বামী
ধানের জুমে ভুট্টা লাগায়
বাজার পাবে দামি।
বনপোড়া ওই জুমের টিলায়
থাপলা থরেথরে
চন্দ্রমতি রিয়ার সাথে
বাহান রাঁধে ঘরে।
আসবে স্বামী কাজের পরে
সারাদিনের শেষে
তাইতো দেখি চন্দ্রমতি
ফুল গেঁথেছে কেশে।
পাহাড় চূড়ায় আমি জাগি
জুমের গন্ধ রাগে
চন্দ্রমতি চাঁদ হয়ে সে
অন্য টিলায় জাগে।
মন্তব্য