একটা জীবন
বুকের ভেতর আলোর পাখির পাখা
বুকের ভেতর রঙের কোলাজ আঁকা।
বিষাদ যখন ছড়ায় আপন বিভা
ওলট পালট তখন আমার দিবা।
রাতও আমার গুমরে গুমরে কাঁদে
জীবন নামের এই যে বিরাট ফাঁদে-
আটকে যাওয়া দেখলো কী কেউ আর
আহা জীবন তোমার শুধুই হার।
একটা জীবন অনেক পেয়েও ফাঁকা
ঘুরছে তবুও এই জীবনের চাকা।
দেশ জননী
তুমি আমার মায়ের মতোই আমি জানি,
তোমার বুকেই জন্ম থেকে হচ্ছি বড়
তোমার হাওয়ায় নিশ্বাস নেই,বেঁচে থাকি
তৃষ্ণা মেটাই, তুমিই দাও মিষ্টি পানি।
আকাশ ভরা তোমার আলো রাতে দিনে,
রাতভরা চাঁদ তারার আলো আমি মাখি
দিনটা কাটে পরিশ্রমে, তুমুল ঘামি
তোমার দেয়া সব কিছু পাই অর্থ বিনে।
ফিরেও যাবো তোমার কোলে দিনের শেষে,
সে কটা দিন আছি যেন ভালোই থাকি
থাকি যেন শুদ্ধস্বর কণ্ঠে নিয়ে
থাকি যেন আলো নিয়ে, খেলে হেসে।
পড়ছি আমি তোমারই মন
অফুরন্ত সময় তোমার,তবু তোমার সময় তো নাই
ব্যস্ত দেখায় দেহের ভাষা,দেখতে অন্য তোমাকে পাই।
ভাবছো বুঝি কেমনে জানি?
চোখের ভাষা নিচ্ছে টানি-
মূল খবরের লিংক পেয়েছি একটা ক্লিকই বলছে কথা
বিশ্বটা যে হাতের মুঠোয়,সারা বিশ্ব যথা তথা।
তুমি এটা জেনেও কেন না জানার এই ভাব ধরেছ
ভাবে এ কাজ চলবে না তো,কী করেছ না করেছ
সব ছবি আজ বাক্স বন্দি সময় বড় পাল্টে গেছে
ভান ধরে আর চলবে না তো, ওই যে ছড়ি ঘুরিতেছে!
চোখের ভাষায় সত্যি আনো এটাই সেরা, খুব প্রয়োজন
পড়তে তুমি না পারিলেও পড়ছি আমি তোমারই মন!
স্বপ্নের দিন স্বপ্নের রাত
স্বপ্নগুলো
ডানা মেলে
আকাশ ছোঁয়ার
আগে,
ঝড় এসে যায়
স্বপ্ন হারায়
আর আসে না
বাগে।
স্বপ্নসিঁড়ি
ঠিক সাজালাম
সকাল দুপুর
সাঁঝে,
ভাঙা সিঁড়ি
যতই সাজাই
জোড়া লাগে
না যে।
অপার আকাশ
নীল চাঁদোয়া
হয় না ছুঁয়ে
দেখা,
মনের ভেতর
উথাল-পাথাল
অবুঝ কত
রেখা।
ক্যানভাসে সব
শূন্য থাকে
সময় হারায়
দ্রুত,
এই নদীটা
মৃত এখন
হারিয়েছে
স্রোতও।
স্বপ্নসিঁড়ি
হারিয়ে গেলে
আর থাকে না
কিছু,
অশুভ দিন
ভয়াল রাত
ছাড়ে না তো
পিছু।
এসব নিয়েই
একটা জীবন
কারও কারও
কাটে,
সূর্য ওঠে
সূর্য নামে
জীবন নদীর
ঘাটে।
আকাশ পানে চাও
হঠাৎ করেই ভীষণ রেগে
বলে ফেলো যা তা
এই বয়সে একটুখানি
ঠাণ্ডা রাখো মাথা।
রাগলে শরীর খারাপ হবে
এটাও তুমি জানো
তারপরেও যাচ্ছ ভুলে
এসব একটু মানো।
বকতে আমি চাই না তোমায়
বলতে শুধু চাই
আকাশ পানে তাকিয়ে থেকো
রাগটা দেখো নাই।