জয়
রাত্রি যে কত কালো হতে পারে
এটা কি কেউ জানতো,
অন্য রাতের মতোই হয়তো
থাকতো এ রাত শান্ত।
কিন্তু পাকিরা সেই রাতটাকে
ভয়াবহ করে তুললো,
পশুরা তাদের চেহারাটা থেকে
মানব মুখোশ খুললো।
রাতের আঁধারে লক্ষ মানুষ
খুন করে হাসে হায়না,
দেশ হয়ে যায় মৃত্যুপুরী
কেউতো হিসাব পায় না।
স্তব্ধতা ভেঙে জাগললো মানুষ
অস্ত্র নেয় সে হাতে
বাঙালিরা জানে লড়াইয়ে যেতে
দিবস কিংবা রাতে।
দীর্ঘ ন’মাস রক্তে ভেসেই
সূর্য উঠলো আকাশে
বারুদ গন্ধ হারিয়ে আবার
জয়ের গন্ধ বাতাসে।
স্বপ্নযাত্রা
স্বপ্ন নিয়েই পথ চলা হয় শুরু
আমরাতো যাই মেঘের পাহাড় দলে,
যতই ডাকুক আকাশ গুরুগুরু
যতই ভিজুক শরীর বৃষ্টি জলে।
কে আটকাবে এগিয়ে যাওয়ার পথ
রক্তে যখন বান ডেকেছে যাবার,
যাবার পথে পাকুড় ও অশ্বত্থ
ছায়া দিয়ে এগিয়ে দেবে আবার।
স্বপ্ন পাখি মেলবে ডানা ঠিকই
জয়পতাকা উড়বে আকাশ নীলে,
সফলতার বর্ণনা তাই লিখি
এগিয়ে যাবই আমরা সবাই মিলে।
এসো তবে এ হাতে হাত রাখি
আমরা সবাই আবার যুক্ত হই,
আকাশ নীলে উড়ুক প্রিয় পাখি
প্রতিজ্ঞাতে আমরা অটল রই।