গ্রীষ্মের রোদ্দুর দাউ দাউ জ্বলছে
দপদপ দলকায়,ঝাঝ ঝাঝ ঝলছে।
মাঠ-ঢিল ঠনঠন টনটন পক্ক,
জানপ্রাণ হাঁসফাঁস, ধুকধুক বক্ষ।
ক্ষেত মাঠ চৌচির দুনিয়াটা ফাঁটলো
গরমেই অস্থির বসবাস ঘটলো।
নদী-খাল,বিলঝিল জল তার তপ্ত
দূরদিক ঝিক ঝিক ঝলমল দপ্ত
গা’র ঘাম দরদর ফেলো সব পাংখা
ডগডগ জল পান বারবার ‘কাঙ্ক্ষা।
সব ঠাঁই গুমরায়- নড়চড় নাইরে
গাই, ছাগ,খগ,সাপ হাঁসফাঁস বাইরে।
নেয় কোনো আশ্রয় বট-ছায় ছত্রে
আগুনের মতো হাওয়া ঝাপ দেয় গতরে।
আগুনের এই তাপ গ্রীষ্মের গায়রে,
সারাদিন রোদে পুড়ে জান-প্রাণ যায়রে।
মন্তব্য