রাজনীতি
শত্রু মারলে কিচ্ছু হয় না
গরিব মারলে ক্ষতি নাই
মৃত্যু এলে কী আর করার
মরতেই হবে গতি নাই!
গুলি-বন্ধুক লাগছে না আর
পৃথিবীটা কাঁপে থর থর
অট্টহাসিতে মেতে আছে খুনি
আর দোষী হয় ঈশ্বর।
মানুষ মারার ভাইরাস এসেছে
খুনি মিশে আছে বাতাসে
ভাইরাস দিয়ে বিশ্ব কাঁপিয়ে
হবে বিশ্বের মাথা সে।
হাওয়ার ভেতর বিচ্ছু
কানের কাছে মরার ঘণ্টা
চলছে বাঁচার লড়াই
তবুও তো থামছে না হে
কিছু লোকের বড়াই।
হ্যান করেছি ত্যান করেছি
করবো আরও হ্যান ত্যান
টিভি খুললেই কানের কাছে
করছে শুরু প্যান প্যান।
কেউ বলছে সব স্বাভাবিক
কেউ বলে হু আণ্ডা,
ঘরবন্দি মানুষ ভাবে
ক্যামনে বাঁচে জানডা।
এই ভাইরাস কবে যাবে
জানে না কেউ কিচ্ছু
শ্বাস টানতেও ভয় লাগছে
হাওয়ার ভেতর বিচ্ছু।
বেঁচে থাকলে দেখা হবে
বেঁচে থাকলে অনেক দেখা হবে
কয়েকটা দিন একলা ঘরে থাকো
বাইরে এখন বইছে বিষের হাওয়া
আপাতত আড্ডাবাজি রাখো।
জানি ফ্রিজের পানি তোমার প্রিয়
কিন্তু এখন ঠাণ্ডা খাওয়া মানা
শরীরটাকে ভালো রাখতে হলে
লাগবে আরও অনেক কিছু জানা।
রোগ প্রতিরোধ বাড়ায় যেসব খাবার
সেসব খাবার বেশি খেতে পারো
মধু, খেজুর, গরম পানি লেবু
কালোজিরা খাওনা আরও!
প্রয়োজনে বাইরে যেতেই হলে
গ্লোভস পরো, মাস্ক পরে নাও মুখে
চোখে-মুখে হাত দেবে না মোটেও
মরে যাবে ভয়ঙ্কর অসুখে।
কারও সঙ্গে কথা বলতে হলে
দূরে দূরে দাঁড়িয়ে কথা বলো
জানি তুমি অভ্যস্ত নও এতে
কষ্ট হলেও লড়াই করে চলো।
আজ আমাদের বাঁচা মরার লড়াই
যুদ্ধ চলে ভাইরাসেরই সাথে
চোখের জলে বিশ্ব গেলো ভেসে
মরছে কতে মানুষ দিতে রাতে।
সংকটকে জয় করে নাও মানুষ
নিয়ম কানুন মেনে চলো তবে
নিজে বাঁচো অন্যদেরও বাঁচাও
বেঁচে থাকলে আবার দেখা হবে।
গণ্ডার
গণ্ডার বলে কিচ্ছু হয়নি
স্বাভাবিক সবই বুঝছ
এই ভাইরাসে কিছুই হবে না
করোনা টরোনা তুচ্ছ!
হ্যাপি কোয়ারেন্টিন
তুমি বাঁচলেই পৃথিবী বাঁচবে
তুমি হারলেই সবার হার
অদৃশ্য শত্রুকে হারিয়েই
জেগে ওঠো তুমি আরেকবার।
এই যুদ্ধটা অন্যরকম
একা একা বাঁচা রাত্রি ও দিন
ঘরের বাইরে করোনার হানা
ঘরে থাকো হ্যাপি কোয়ারেন্টিন।